RG Kar Update: আর জি কর মেডিক্যালে আর্থিক 'দুর্নীতি'র শিকড় ছড়িয়েছে কত গভীরে? কী দাবি CBI-র?
ABP Ananda Live: আর জি কর মেডিক্যালে আর্থিক 'দুর্নীতি'র শিকড় ছড়িয়েছে কত গভীরে? হাসপাতালে দুর্নীতির 'বীজ'ই বা ছড়িয়েছিল কে? আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় এই নিয়ে আদালতে এবার চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। সোমবার আলিপুর আদালতে সন্দীপ ঘোষ, তাঁর নিরাপত্তারক্ষী আফসর আলি, আর জি মেডিক্য়ালে সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ ও সুমন হাজরা, এবং TMCP নেতা আশিস পাণ্ডেকে পেশ করে সিবিআই। তাঁদের জামিনের বিরোধিতা করে রিমান্ড লেটার জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যার ৫ নম্বর প্যারাগ্রাফে স্পষ্ট লেখা রয়েছে, এখনও পর্যন্ত তদন্ত যতদূর এগিয়েছে, তাতে দেখা যাচ্ছে এই ৫ জনের মধ্যে গভীর যোগসাজশ ছিল। সরকারি টাকা নয়ছয় করতে এরা ৫ জন একসঙ্গে কাজ করেছিল। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। লাভবান হয়েছেন আর জি কর মেডিক্যালের সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠ এই ৪ জন। আর জি কর মেডিক্যালে টেন্ডার দুর্নীতি হয়েছে বলে এর আগেও আদালতে দাবি করেছে সিবিআই। সোমবারও আলিপুর আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে দাবি করা হয়, বেআইনিভাবে আর জি কর হাসপাতালে মেডিক্য়াল সরঞ্জাম সরবরাহের বরাত পেত বিপ্লব সিংহর সংস্থা।