RG Kar Update: শরীরে কিটোনের মাত্রা ৩, কলকাতা মেডিক্যালে ভর্তি করা হল তনয়াকে

Continues below advertisement

ABP Ananda Live: অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্য়ায়, পুলস্ত্য় আচার্য্য়, আলোক ভার্মার পর এবার তনয়া পাঁজা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক অনশনকারী জুনিয়র ডাক্তার। ধর্মতলার অনশন মঞ্চে ৯ দিন ধরে অনশন করছেন কলকাতা মেডিক্য়ালের ইএনট (ENT) বিভাগের সিনিয়র রেসিডেন্ট তনয়া পাঁজা। অনশন মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলায় সোমবার সন্ধ্যায় তাঁকে কলকাতা মেডিক্য়াল কলেজে (Kolkata Medical College) ভর্তি করা হল। একটানা অনশনের ফলে তনয়ার রক্তে শর্করার পরিমাণ ৫৮-তে নেমে গেছে। শরীরে কিটোনের মাত্রা ৩। সকাল থেকেই তলপেটে ব্য়থা এবং মাথা ঘোরানোর উপসর্গ ছিল তাঁর। ডিহাইড্রেশনও দেখা দিয়েছিল। চিকিৎসকরা পরামর্শ দিলেও প্রথমে হাসপাতালে ভর্তি হতে চাননি তনয়া। জ্ঞান হারিয়ে ফেলায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হল।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram