RG Kar Update: জুনিয়র ডাক্তারদের গণস্বাক্ষর অভিযান ঘিরেও সংঘাত
ABP Ananda Live: জুনিয়র ডাক্তারদের গণস্বাক্ষর অভিযান ঘিরেও সংঘাত। ম্যাটাডোর আটকানোর অভিযোগ থেকে শুরু করে পুলিশের বিরুদ্ধে জরিমানা করার অভিযোগ। কর্মসূচির গাড়িগুলিকে চিহ্নিত করে। ১৫ হাজার টাকা জরিমানা করার অভিযোগ জুনিয়র ডাক্তারদের। 'বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ'। ১০ দফা দাবি আদায়ে স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। গণস্বাক্ষর অভিযান জুনিয়র ডাক্তারদের।
আরও খবর, কলকাতা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে হাওড়ার উলুবেড়িয়া মহকুমার খালনা গ্রাম। লোকমুখে যা লক্ষ্মী গ্রাম বলে পরিচিত। আক্ষরিক অর্থে সত্যিই এই গ্রামে লক্ষ্মী দেবীর বরাবরের অধিষ্ঠান। প্রায় দেড়শো বছর আগে থেকে এই গ্রামে জাঁকজমকপূর্ণভাবে দেবী লক্ষ্মী পূজা করা হয়। দুর্গাপুজোর ঠিক পরেই কোজাগরী লক্ষ্মী পূজায় সেজে ওঠে এই গ্রাম। প্রায় শতাধিক পূজা কমিটি ধুমধাম করে লক্ষ্মী পূজার আয়োজন করে। বিশাল মন্ডপ,চোখ ধাঁধানো আলোক মেলা, নানা থিমের পুজা দেখতে ভিড় জমান প্রায় লক্ষাধিক মানুষ। ১৬ -১৮ অক্টোবর চলবে এই পুজো। থাকছে কার্নিভাল ও। সমুদ্রের তলদেশের চিত্র, ইচ্ছেডানা বা রাধা কৃষ্ণের কুঠি ; এরকম নানা থিমে সেজে উঠেছে পূজা। আর তা দেখতেই আশেপাশের গ্রাম সহ কলকাতা থেকে অসংখ্য মানুষ ভীড় জমাচ্ছেন এই পুজো দেখতে ।