RG Kar:স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা, সমর্থন জানিয়ে খাবার নিয়ে গেলেন সাধারণ মানুষ
ABP Ananda Live: স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার ৩১ ঘণ্টা পার, অনড় জুনিয়র ডাক্তাররা। দাবি মানা না হলে আলোচনা নয়, ফের বুঝিয়ে দিলেন আন্দোলনকারীরা। বিচারের দাবিতে টানা আন্দোলন, সরকার-আন্দোলনকারী স্নায়ুর লড়াই। নিউটাউন থেকে মায়েরা একজোট হয়ে এসেছে জুনিয়র ডাক্তারদের সমর্থনে। দেড় দিন পার, স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা। সমর্থন জানিয়ে তাঁদের জন্য জল-খাবার নিয়ে গেলেন বহু সাধারণ মানুষ।
আরও খবর, জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছিলাম। আমরা কী কী কাজ করছি, তা বলা উদ্দেশ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও ইতিবাচক সাড়া মেলেনি। আলোচনার জন্য আমরা অপেক্ষা করছিলাম, জানিয়েছেন মুখ্যসচিব। এর পাশাপাশি তিনি আরও বলেছেন, কোনও শর্ত দিয়ে আলোচনা করা যায় না। সেরকম কোনও সাড়া না মেলায় আজ বৈঠক হল না। এবার কাজে ফিরুক জুনিয়র ডাক্তাররা, আশা করব ইতিবাচক সাড়া মিলবে। আশা করব সুপ্রিম কোর্টের নির্দেশ ওরা মানবে, বলেছেন মুখ্যসচিব।