RG Kar Update: লাইভ স্ট্রিমিং-য়ের দাবি ঘিরে টানাপোড়েনের জেরে ভেস্তে গেল দীর্ঘ প্রতিক্ষীত বৈঠক

Continues below advertisement

ABP Ananda Live: লাইভ স্ট্রিমিং-য়ের দাবি ঘিরে টানাপোড়েনের জেরে ভেস্তে গেল দীর্ঘ প্রতিক্ষীত বৈঠক। অবস্থানে অনড় রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বারবার বোঝানো সত্ত্বেও নবান্ন সভাঘরের বাইরেই দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারীরা। ২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী। 

আরও খবর, নবান্ন থেকে মমতা আজ বলেন, "আমরা স্বচ্ছতার জন্য ভিডিওগ্রাফির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বিচারাধীন মামলা নিয়ে আলোচনার লাইভ টেলিকাস্ট করতে পারি না। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি না। আমরাও চাই নির্যাতিতা বিচার পাক, কিন্তু মামলা আর আমাদের হাতে নেই। আমরা ডাক্তারদের নিরাপত্তা, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি নিয়ে আলোচনায় রাজি ছিলাম। বিচারাধীন মামলার কারণেই লাইভ সম্প্রচারে সমস্যা আছে। দু'ঘণ্টা অপেক্ষার পরেও ডাক্তাররা আসেননি। তার পরেও আমরা কোনও পদক্ষেপ করব না। ওঁরা ছোট, তাই ক্ষমা করে দেব। আমি ৩ বার চেষ্টা করলাম।" "মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, আমি পদ চাই না।" মমতা জানিয়েছেন, আন্দোলনে জন্ম তাঁর। তাই জুনিয়র ডাক্তার বা অন্যদের আন্দোলন তিনি আটকাবেন না। তিনি দানবিকতায় নয়, মানবিকতায় বিশ্বাসী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram