RG kar News: আর জি কর-কাণ্ডে একজোটে প্রতিবাদের পর তৃণমূলপ্রার্থীর সমর্থনে ময়দানের ৩ প্রধানের কর্তা!
ABP Ananda Live: বাংলার ফুটবল ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আর জি কর-কাণ্ডে একজোটে প্রতিবাদের পর তৃণমূলপ্রার্থীর সমর্থনে ময়দানের ৩ প্রধানের কর্তা! নৈহাটির তৃণমূল প্রার্থীর সমর্থনে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডান। ময়দানের ৩ প্রধানের সমর্থন বার্তা পোস্ট তৃণমূল কংগ্রেসের। নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে বার্তা রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থারও
সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট তৃণমূল কংগ্রেসের।
আরও খবর, আর জি কর মেডিক্যালে খুন-ধর্ষণ মামলায় চার্জ গঠন। ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু। ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন চলবে শুনানি।
অন্যদিকে আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি শেষ। ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব সিবিআইয়ের। 'শুধু আর জি কর নয়, একাধিক হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মা তারা ট্রেডার্স'। 'সিবিআই ধর্ষণ-খুনের মামলায় আর কাউকে গ্রেফতার করতে পারছে না'। 'সেই কারণেই দুর্নীতির মামলায় ফাঁসানোর চেষ্টা করছে'। দাবি মা তারা ট্রেডার্সের কর্ণধার, ধৃত বিপ্লব সিংহর আইনজীবীর।