RG Kar Update: ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারের বাড়িতে পুলিশ ?

Continues below advertisement

ABP Ananda Live: ধর্মতলায় অনশনরত স্নিগ্ধা হাজরার বাঁকুড়ার বাড়িতে পুলিশ, দাবি প্রতিবেশীদের। উত্তরবঙ্গ মেডিক্যালে অনশনকারীদের পরিবারের ওপর চাপ সৃষ্টির অভিযোগ। অস্বীকার মাটিগাড়া থানার।

আরও খবর, আর জি কর-কাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদেও 'বাধা', 'আপত্তি' পুলিশের। জলপাইগুড়িতে দিশারী ক্লাব চত্বরে উত্তেজনা। তিলোত্তমার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মহিলাদের প্রতিবাদে 'বাধা' পুলিশের। মহিলাদের হাত থেকে পুলিশ প্ল্যাকার্ড ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিক্ষোভ, হাজির নাগরিক সংসদের চিকিৎসকরাও। আজ মহানবমী। দুর্গাপুজোর আজ শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা। তিথি মেনে হচ্ছে নবমীর পুজো। বেলুড় মঠে চলছে নবমীর বিশেষ পুজো। শনিবার পেরোলেই রবিবার বিষাদের দশমী। অনেক জায়গায় ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে দশমীর পুজো। ফের এক বছরের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে ব্য়স্ত সকলে। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ঠাকুর দেখার পাশাপাশি খাওয়া-দাওয়া হই-হুল্লোড় চলছে সমান তালে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram