RG Kar Update: 'সেই দিনগুলো ভুলে থাকতেই পঞ্চমী থেকে ধর্না', বললেন নিহত চিকিৎসকের বাবা

Continues below advertisement

ABP Ananda Live: মেয়ের খুনের বিচার চেয়ে পুজোয় বাড়ির সামনে ধর্নায় আর জি করের নিহত চিকিৎসকের পরিবার। 'মেয়ের উদ্যোগেই বাড়ির পুজো শুরু হয়েছিল'। 'সেই দিনগুলো ভুলে থাকতেই পঞ্চমী থেকে ধর্নায়', কান্নায় ভেঙে পড়ে বললেন নিহত চিকিৎসকের বাবা।

আরও খবর, লোকসভা ভোটের পর ২ রাজ্যের ভোটেও ধাক্কা খেল বিজেপি। ১০ বছর পর হরিয়ানায় ক্ষমতায় ফেরার পথে কংগ্রেস। দিল্লিতে আগেভাগেই শুরু উৎসব। ৩৭০ ধারা বিলোপের পর প্রথম ভোটে জম্মু-কাশ্মীরে পিছনের সারিতে বিজেপি। দুই তৃতীয়াংশ গরিষ্ঠতার পথে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট। একমাত্র জম্মুতে ফল ভাল বিজেপির।  প্যান্ডেল, বায়ো-টয়লেটের পর চৌকি। অনশন মঞ্চে নিয়ে যাওয়ার পথে, ভ্যান আটকাল পুলিশ।ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের আড়াই দিন পার। আজ মহামিছিলের ডাক। অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা। সমর্থন জানিয়ে প্রতীকী অনশন সিনিয়র চিকিৎসকদেরও। কাজের ফেরার আবেদন মুখ্যসচিবের। আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে শুধু সঞ্জয়ের নাম! বৃহত্তর ষড়যন্ত্র ও প্রমাণ নষ্টের বিষয়ও সামনে আসছে। জানাল সিবিআই। জয়নগরে শ্বাসরোধ করে খুন। প্রাথমিক অনুমান ময়নাতদন্তে। হাইকোর্টের নির্দেশে কল্যাণী জেএনএমে পোস্ট মর্টেম করলেন এইমসের ডাক্তাররা। উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram