RG Kar Update: এখনই ক্লিনচিট নয় সন্দীপ ও টালা থানার ওসি-কে

Continues below advertisement

ABP Ananda Live: আর জি করকাণ্ডে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর, প্রকাশ্য়ে এসেছে ওই হাসপাতালের একের পর এক দুর্নীতির অভিযোগ। কিন্তু সেই দুর্নীতির জাল ছড়িয়ে কি, SSKM-সহ বাকি সরকারি হাসপাতালগুলোতেও? প্রশ্নটা জোরাল হল, আরজি কর দুর্নীতিকাণ্ডে ধৃত, মেডিক্য়াল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহর আইনজীবীর বক্তব্য়। আদালতে দাঁড়িয়ে তিনি বললেন, 'শুধু আর জি কর মেডিক্যাল কলেজ নয়, SSKM, বাঙুর ইনস্টটিটিউট অফ নিউরো সায়েন্স, কলকাতা মেডিক্য়াল কলেজ, হাওড়া সদর হাসপাতাল-সহ একাধিক সরকারি হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মা তারা ট্রেডার্স। ষড়যন্ত্র করে থাকলে, কী করে এতগুলো সরকারি মেডিক্য়াল কলেজে সরঞ্জাম সরবরাহ করল মা তারা ট্রেডার্স?' পাল্টা CBI বলল, 'টেন্ডার প্রক্রিয়ায় অংশ না নিয়েই, সরঞ্জাম সরবরাহের বরাত পেয়েছিল ওই সংস্থা।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram