RG kar Update: 'সরকার যেন তাঁদের মূল অভিযোগ শোনে',মন্তব্য সিনিয়র ডাক্তারের
Continues below advertisement
ABP Ananda Live: 'সিনিয়র ডাক্তার হিসাবে আমরা খুব উদ্বিঘ্ন। কারণ অনশনের আজ ১৪ দিন হতে চলেছে। এরমধ্যে ৬ জন ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি, বাকি ৬ জনের অবস্থাও খুব একটা ভাল না। এই অবস্থায় অনশন যাতে এগিয়ে নিয়ে যেতে না হয় তার জন্য সরকারের কাছে আমরা বার্তা দিয়েছি। সরকার যেন তাঁদের মূল অভিযোগ শোনে। এছাড়া মূল আন্দোলন হয়ত এখনও বাড়াতে হবে কারণ মূল অভিযুক্ত এখনও ধরা পরেনি।' মন্তব্য সিনিয়র ডাক্তারের।
আরও খবর, কোথায় মুখ্যমন্ত্রীর মানবিকতা ? প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকরা। এদিন ক্ষোভে ফেঁটে পড়েন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। এদিন সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তারদের তরফে তিনি বলেন, '১৩ টা দিন হয়ে গিয়েছে। আমরা কোনও মানবিক উত্তর পাচ্ছি না। আমরা কোনও মানবিকতার লেশ মাত্র পাচ্ছি না।'
Continues below advertisement
Tags :
RG Kar Medical College RG Kar Update Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder