RN Tagore Hospital : হৃদরোগে আক্রান্ত রোগীর দেহে হার্ট প্রতিস্থাপন আরএন টেগোর হাসপাতালে। Bangla News
হৃদরোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন দক্ষিণ ভারতে চিকিত্সা করাতে। কিন্তু, হাওড়ার শ্যামপুরের বাসিন্দা বছর সাঁইত্রিশের সুকুমার মণ্ডলকে জবাব দিয়ে দিয়েছিলেন সেখানকার চিকিত্সকরা। ফিরে আসার পর ক্রমশ স্বাস্থ্যের অবনতি হতে থাকায় সুকুমার মণ্ডলকে নিয়ে আরএন টেগোর হাসপাতালে যান বাড়ির লোকেরা। সেখানে একমাসেরও বেশি বিশেষ একটি যন্ত্রের সাহায্যে তাঁকে বাঁচিয়ে রাখা হয়। শেষপর্যন্ত ৭ জুলাই অ্যাপোলো হাসপাতালে এক রোগীর ব্রেন ডেথের পর তাঁর হার্ট আরএন টেগোর হাসপাতালে নিয়ে গিয়ে সুকুমার মণ্ডলের শরীরে প্রতিস্থাপন করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হাওড়ার শ্যামপুরের ওই রোগী।
Tags :
Heart ABPAnanda R.N.Tagore #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর Hearttransplant