Road Accident: ওড়িশায় পর্যটকদের বাস উল্টে মৃত্যু উদয়নারায়ণপুরের ৬ বাসিন্দার।Bangla News
Continues below advertisement
ওড়িশার গঞ্জাম জেলার কলিঙ্গঘাটে পর্যটকদের বাস উল্টে মৃত্যু হল হাওড়ার উদয়নারায়ণপুরের ৬ বাসিন্দার। এদের মধ্যে ৪ জন মহিলা। আহত ৪২ জন। স্থানীয় সূত্রে খবর, রবিবার উদয়নারায়ণপুরের সুলতানপুর গ্রাম থেকে বাসে করে ৭০ জনের একটি দল ওড়িশা রওনা দেয়। পর্যটক দলটির বিশাখাপত্তনমে যাওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্র যাওয়ার পথে, গঞ্জাম-কান্ধামাল সীমানায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। উদয়নারায়ণপুর থানায় খবর পৌঁছনোর পর গভীর রাতে ওড়িশার উদ্দেশে রওনা দেন মৃত ও আহত পর্যটকদের আত্মীয়-পরিজনেরা।
Continues below advertisement
Tags :
Odisha Howrah ABP Ananda Bengali News ABP Ananda Digital Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ওড়িশা Odisha Ganjam Odisha Ganjam Accident Ganjam Bus Accident Ganjam Bus Accident Deab Howrah Tourist Dead