Road Accident: বাসন্তী এক্সপ্রেসওয়েতে বাসের রেষারেষির বলি মোটরভ্যান চালক| Bangla News

Continues below advertisement

বাসন্তী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনা। দ্রুতগতির বাসের সঙ্গে মোটরভ্যানের সংঘর্ষ। মোটরভ্যান চালকের মৃত্যু। বাসটিকে আটক করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। বাসের চালক পলাতক। প্রত্যক্ষদর্শীদের কথায়, বাসটি রেষারেষি করার সময়ে বাসন্তী হাইওয়েতে দাঁড়িয়ে থাকা মোটরভ্যানে এসে ধাক্কা মারে। মারাত্মক জখম অবস্থায় মোটরভ্যান চালককে চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram