হোমvideosজেলারRose Valley:'রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের ধাপে ধাপে দেওয়া হবে টাকা',জানাল অ্যাসেট ডিসপোজাল কমিটি
Rose Valley:'রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের ধাপে ধাপে দেওয়া হবে টাকা',জানাল অ্যাসেট ডিসপোজাল কমিটি
By : ABP Ananda
31 Aug 2024 08:00 AM (IST)
ABP Ananda Live: রোজভ্যালি চিটফান্ডকাণ্ডে অবশেষে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু। অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে ১৯ কোটি ৪০ লক্ষ তুলে দিল ইডি। 'ADC একটা ওয়েবসাইট চালু করেছে, যেখানে রোজভ্যালির যত ডিপোজিটার আছে তাঁদেরকে বলা হয়েছে, তাঁদের দাবিটাকে উপলব্ধ করতে হবে। সেটা আপলোড করার পর আমরা সেটাকে খতিয়ে দেখব তারপর যেগুলো ঠিক হবে টাকা ফেরত দেওয়া হবে। ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে তা সবটাই ডিপোজিটারের টাকা', বললেন দিলীপ শেঠ, অবসরপ্রাপ্ত বিচারপতি ও অ্যাসেট ডিস্পোজাল কমিটির চেয়ারপার্সন।
আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ ।'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' । 'বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী...''...যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন' । বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন কুণালের । 'বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন'। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে' । অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন...' তাঁরা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, আক্রমণ কুণালের। রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। করুণাময়ীতে বিজেপির মহিলা মোর্চার মিছিল। মিছিল শুরুর আগেই করুণাময়ীতে পুলিশের ধরপাকড়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস।
JOIN US ON
Sponsored Links by Taboola