Lions Club: দুঃস্থ শিশুদের জন্য অভিনব উদ্যোগ নিল রোটারি কলকাতা মহানগর, লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থের
ABP Ananda LIVE: দুঃস্থ শিশুদের জন্য অভিনব উদ্যোগ নিল রোটারি কলকাতা মহানগর, লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ। শনিবার রবীন্দ্র সরোবরের লায়ন্স সাফারি পার্কে ৭০০ জন শিশুকে দেওয়া হয় ১ হাজার টাকার বিশেষ কুপন। পার্কে থাকা একাধিক স্টল থেকে পছন্দমতো পড়াশোনা ও খেলার সরঞ্জাম কেনে তারা।
আরও খবর....
মালবাজারের পর কৃষ্ণনগর, ফের BLO-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তোলপাড়। SIR-এর কাজের চাপে আত্মহত্যা, অভিযোগ মৃতা রিঙ্কু তরফদারের পরিবারের। কৃষ্ণনগরের ষষ্ঠীতলার বাড়িতে উদ্ধার রিঙ্কু তরফদারের ঝুলন্ত দেহ। উদ্ধার সুইসাইড নোটে কমিশনকে দায়ী করা হয়েছে, দাবি পরিবারের। 'আত্মঘাতী' চাপড়া ২ পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের BLO রিঙ্কু তরফদার। BLO-র মৃত্যুর রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। রিঙ্কু তরফদারের মৃত্যু ঘিরে শাসক-বিরোধী চাপানউতোর চরমে।
ফের মেরামতির কারণে আজও বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। কেবল ও বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষনের জন্য বন্ধ সেতু। সকাল ৬ থেকে দুপুর ২ পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সেতু বন্ধ থাকায় ঘুরপথে চলাচল করছে যানবাহন। কোলাঘাট, ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়ি যাবে নিবেদিতা সেতু দিয়ে। কলকাতা থেকে হাওড়ার দিকে গাড়ি যাওয়ার জন্য হাওড়া ব্রিজ হয়ে যাতায়াত করবে।