CV Ananda Bose:পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ৩ বছর পূর্ণ করলেন সি ভি আনন্দ বোস,রাজভবনে দিনভর অনুষ্ঠান
ABP Ananda LIVE : আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ৩ বছর পূর্ণ করলেন সি ভি আনন্দ বোস। সেই উপলক্ষে রাজভবনে দিনভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবাসরীয় সকালে যোগাভ্যাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল। যোগকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দেন তিনি। রাজভবনের অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও। রাজ্যবাসীর প্রতি দায়িত্ব পালনের চেষ্টা করেছি, পশ্চিমবঙ্গের শিশু ও মহিলাদের পাশে থাকার চেষ্টা করেছি, তিন বছর পূর্ণ করে প্রতিক্রিয়া রাজ্যপালের। রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্কের উত্থান পতন হবেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যে ভালোবাসা দিয়েছে তার প্রতি কৃতজ্ঞ, জানালেন রাজ্যপাল। SIR নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের কথা বলা দরকার বলে প্রতিক্রিয়া তাঁর।রাজ্যপাল হিসেবে যা করণীয় করবেন বলে আশ্বাস সি ভি আনন্দ বোসের।
'আমি মৃত নই..', ভোটার তালিকা দেখে আঁতকে উঠলেন শিবপুরের বৃদ্ধা
রানাঘাটের পর হাওড়া, ফের জীবিতকে 'মৃত' বানানোর অভিযোগ। ২০২৫-এর ভোটার তালিকায় নাম না থাকায় বিপাকে শিবপুরের বৃদ্ধা। ৬৮ বছর বয়সি বৃদ্ধার নাম নেই ২০২৫-এর ভোটার তালিকায়। ২০০২ সালে ভোট দিয়েছেন, দাবি বৃদ্ধা শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের। নতুন করে নাম তুলতে হবে, জানিয়েছেন হাওড়ার ২৯৯ নম্বর বুথের BLO. নাম তোলার জন্য ফর্ম দিয়েছেন, ডিসেম্বরে সংগ্রহ করা হবে, জানিয়েছেন BLO.ভোটার তালিকায় এবার জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণার অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। ..আপনি ২০০২ সালে কি ভোট দিয়েছিলেন ? এই যে শেষ যে নির্বাচন তালিকা রয়েছে, ( হাতে ভোটার তালিকায় নাম দেখিয়ে), এটা আপনিই তো ?