WBCS Transfer: লোকসভা ভোটের আগে ১৫৮ জন WBCS অফিসারকে রুটিন বদলি। ABP Ananda Live

লোকসভা ভোটের আগে ১৫৮ জন ডব্লুবিসিএস অফিসারকে রুটিন বদলি। বদলির নির্দেশ জারি নবান্নর। যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা একই পদে ৩ বছরের বেশি সময় ধরে ছিলেন। ৩ বছরের মেয়াদ পেরিয়ে যাওয়া কোনও আমলাকে ভোটের কাজে লাগানো যায় না, তাই বদলি, খবর সূত্রের। এছাড়া ৩ জন আইএএস অফিসারের দায়িত্বেও রদবদল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola