Rowing Club Accident:মর্মান্তিক দুর্ঘটনা, ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে মৃত্যু ২ ছাত্রের।Bangla News

Continues below advertisement

৪ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরলেন মন্ত্রী পরেশ অধিকারী । SSC নিয়োগ-দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রীকে পরপর ৩ দিন জিজ্ঞাসাবাদ । ‘নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালীর হাত রয়েছে ?’ সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা, খবর সিবিআই সূত্রে। গোটা জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিগ্রাফি করা হয়: সূত্র। আগামীকাল ফের তলব করা হতে পারে পরেশ অধিকারীকে।

 

SSC-র গ্রুপ সি নিয়োগ-মামলায় নতুন এফআইআর দায়ের করল সিবিআই। সূত্রের খবর, এফআইআরে নাম রয়েছে, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, সমরজিত্‍ আচার্য ও মধ্যশিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ৫ জনের। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারা ছাড়াও। জামিন অযোগ্য ৪৬৮ নম্বর ধারাতে মামলা দায়ের হয়েছে।

 

কালবৈশাখীর সময় রোয়িং ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনা, ২জনের মৃত্যু। ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে রবীন্দ্র সরোবরে তলিয়ে গেল ২ ছাত্র। রোয়িং বোটে থাকা ৫ জনের মধ্যে ২জনের মৃত্যু। রোয়িং করতে গিয়ে পূষণ সাধুখাঁ, সৌরদীপ চট্টোপাধ্যায় মৃত্যু। বোট উল্টে যাওয়ার পরে ৩জন সাঁতারে ফিরে আসে, তলিয়ে যায় ২জন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর। অচৈতন্য অবস্থায় ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা।

এবিপি আনন্দ-র মার্চেনডাইস সম্ভার- ক্লিক করুন-

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram