Joynagar: জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত সাহারুল শেখের ১০ দিনের পুলিশ হেফাজত | ABP Ananda LIVE
Continues below advertisement
সাহারুলের শরীর ঠিক আছে কিনা জানতে চাইলেন বিচারক। প্রতিদিন স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ। সাহারুল গুলি চালানোর দায় চাপিয়েছে গণপিটুনিতে মৃত সাহাবুদ্দিন লস্করের ওপর। সাহারুলের দাবি, নাসির অর্ডার দিয়েছিল। 'নাসির ছিল, বড় ভাই ছিল, গুলি আমি চালাইনি, সাহাবুদ্দিন গুলি চালিয়েছে', দাবি তৃণমূল নেতা খুনে ধৃত সাহারুল শেখের।
Continues below advertisement