Sajal On Rajanya: 'রাজন্যা আজকের রাজনীতির একটা সম্পদ হতে পারত', প্রশংসায় পঞ্চমুখ সজল ঘোষ

ABP Ananda Live: 'রাজন্যা আজকের রাজনীতির একটা সম্পদ হতে পারত', প্রশংসায় পঞ্চমুখ সজল ঘোষ। কসবাকাণ্ডের পর টিএমসিপি-র ছাত্রনেতাদের বিরুদ্ধে এবার বিস্ফোরক একদা টিএমসিপি নেত্রী রাজন্যা। 'AI দিয়ে বানানো আমার অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে'। 'অশ্লীল ছবি ছড়ানো নিয়ে দলকে জানিয়েছি, দল বললে প্রশাসনকে জানাবো'। 'টিএমসিপি-র ছাত্রনেতারাই পাঠাচ্ছে একে অপরকে', অভিযোগ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারের। 'মনোজিৎ একজন নয়, আরও মনোজিৎ আছে তৃণমূলে', বিস্ফোরক সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার।

 

ফের টেক অফের আগে বিমানে বিপত্তি। উড়ানের ঠিক আগেই বিকল ফ্ল্যাপ। শনিবার ভোরে কলকাতা থেকে ব্যাঙ্ককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি। শুক্রবার রাতে ব্যাঙ্কক যাওয়ার ফ্লাইট SL243 কলকাতা ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমানের ভিতরে এসি বন্ধ ছিল, অভিযোগ যাত্রীদের। অবশেষে ভোর সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীদের বিমান থেকে নামানো হয়। আপাতত তাদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা। 

 

কসবাকাণ্ডে ৪ অভিযুক্ত ছাড়াও পঞ্চম মোবাইল ফোন বাজেয়াপ্ত, খবর পুলিশ সূত্রে। পিনাকী বন্দ্যোপাধ্যায় ছাড়াও, মর্নিং শিফটে থাকা নিরাপত্তারক্ষীরও মোবাইল বাজেয়াপ্ত। ওই নিরাপত্তারক্ষী রাত ৮.২৫ মিনিট নাগাদ ল' কলেজ ছেড়ে বেরোন, খবর সূত্রের। এই ঘটনায় আরও কী কেউ জড়িত? তদন্তে পুলিশ। কসবাকাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৮ জনের বয়ান রেকর্ড।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola