Belgharia Incident: মির্জা গালিব স্ট্রিট, বেলঘরিয়ায় শ্যুটআউট, কী প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তার ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বিকেলে মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে গন্ডগোল, তার জেরে কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে রাতে শ্যুটআউট। গুলিবিদ্ধ এক যুবক। ভর্তি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে।
কলকাতায় শ্যুটআউট

মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে গন্ডগোল, তার জেরে খাস কলকাতায় শ্যুটআউট। মির্জা গালিব স্ট্রিটে গুলিবিদ্ধ এক যুবক। গুলিবিদ্ধ যুবক তালতলা লেনের বাসিন্দা। আহত যুবককে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনা নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। শ্যুটআউটের ১২ ঘণ্টা পরেও ফেরার মূল অভিযুক্ত সোনা। মূল অভিযুক্ত সোনা ২০০২ সালে একটি মামলায় গ্রেফতার হয়েছিল। কুখ্যাত দুষ্কৃতী গব্বরের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় দাপিয়ে বেড়াত সোনা। দু'দশকেরও বেশি সময় ধরে কলকাতার অপরাধ জগতে সক্রিয় সোনা। একাধিক ঘটনায় সোনার নাম বিভিন্ন সময়ে উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেলে মোটরবাইক ওভারটেক করা নিয়ে গন্ডগোল হয়। তার জেরে রাত ১২টা নাগাদ মির্জা গালিব স্ট্রিটে গুলি চলে। স্থানীয়দের দাবি, ৭০-৮০ জন বহিরাগত এসে হামলা চালায়। এই ঘটনায় বাড়িতে ঢুকে ঘুমন্ত এক অ্যাপ ক্যাব চালককে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ ও লালবাজারের গুন্ডাদমন শাখা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram