Salt Lake Lynching Case: 'বারবার অনুরোধেও থামেনি মার..', মোবাইল চোর সন্দেহে চোখের সামনে নাতিকে 'পিটিয়ে খুন'

Continues below advertisement

Salt Lake Lynching Case: রাতভর নাতিকে রাস্তায় স্টোনচিপের ওপর ফেলে পেয়ারা গাছের ডাল দিয়ে মারা হয়েছে। আটকাতে যাওয়ায় আমাকেও মারধরের হুমকি দেয় ওরা। চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি করলেন মহিষবাথানের পোলেরআইটের বাসিন্দা মৃত প্রসেন মণ্ডলের ঠাকুমা ভাগ্যপতি মণ্ডল। তাঁর দাবি, নাতি চুরি করলে পুলিশের হাতে তুলে দিতে বলেছিলেন। কথা শোনেনি অভিযুক্তরা।বছর ২৬-এর প্রসেনকে মোবাইল চোর সন্দেহে রাতভর মারধর করা হয় বলে ঠাকুমার অভিযোগ। খবর পেয়ে ভোরে মামা গিয়েছিলেন ভাগ্নেকে বাঁচাতে। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বারবার অনুরোধ করার পরও থামেনি মার। এমনই দাবি করলেন, সল্টলেকে মোবাইল চোর সন্দেহে 'পিটিয়ে খুন' হওয়া প্রসেন মণ্ডলের ঠাকুমা। তাঁর দাবি, আশঙ্কাজনক অবস্থায় প্রসেনকে ফেলে রাখা হয় ঘণ্টার পর ঘণ্টা। শনিবার সকালে মারতে মারতে নাতিকে একেবারে মেরে ফেলেছে যারা, তাঁদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন পোলেনআইটের ভাগ্যপতি মণ্ডল। সল্টলেকের পোলেনআইটের ভাগ্য়পতি মণ্ডল।নামের শুরুতে ভাগ্য থাকলেও, এমন দুর্ভাগ্যও যে কোনওদিন হতে পারে, দুঃস্বপ্নে কল্পনা করেননি কোনওদিন। ছোট থেকে যে নাতিকে বড় করেছিলেন, শনিবার কয়েকজনের স্রেফ সন্দেহের উন্মত্ততা শেষ করে দিয়েছে তাঁকে।  ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram