Samir Aich:করোনা অতিমারিতে দৈনন্দিন জীবনের নানা প্রতিকূলতা ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ
করোনা অতিমারির সঙ্গে লড়াই। দৈনন্দিন জীবনের নানা প্রতিকূলতা। কীভাবে হাজারও সমস্যার সঙ্গে যুঝতে হচ্ছে সাধারণ মানুষকে - সেই সবকিছু ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ (Samir Aich)। দিল্লিতে সেই শিল্পকলার প্রদর্শনীর সূচনা হল শনিবার। উদ্বোধন করলেন শিল্পী যোগেন চৌধুরী। ১ মাস ধরে চলবে এই প্রদর্শনী।
Tags :
Exhibition ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Samiraich Coronapandemic