Sandeshkhali News: বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার, এর পরই রহস্য়জনকভাবে উধাও আবু তালেব মোল্লা
তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। শেখ শাহজাহানের গ্রেফতারির পর থেকেই এলাকায় টোটো চালান। সেই আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার। ঘটনার পর থেকেই পাত্তা নেই তাঁর। আবু তালেবের স্ত্রীর দাবি, তাঁদের ফাঁসানো হচ্ছে। এরইমধ্য়ে রহস্য়জনকভাবে উধাও সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য হাফিজুল খানও।
Tags :
SandeshKhali News SandeshKhali Incident SAndeshkhali Sandeshkhali Violence Sandeshkhali News In Bengali