Sandeskhali:CBI-NSGঅভিযানে সন্দেশখালি থেকে এখনও পর্যন্ত ৫টি রিভলভার,২টি পিস্তল,১২৮রাউন্ড গুলি উদ্ধার
মেঝে খুঁড়তেই বোমা-বন্দুক-বিস্ফোরক, সন্দেশখালিতে (sandeshkhali)এনএসজি(NSG)! এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল রোবট এনে বিস্ফোরক উদ্ধার। রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে সন্দেশখালিতে এনএসজি। শাহজাহানের গড়েই বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজের হদিশ! কমপক্ষে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার: সিবিআই সূত্র । সরবেড়িয়ায় সিবিআই অভিযান, প্রচুর অস্ত্র উদ্ধার । শাগরেদ-সহ শেখ শাহজাহান গ্রেফতার, গড়ে অস্ত্রভাণ্ডার! বাড়ির মেঝে খুঁড়তেই অস্ত্র-ভাণ্ডার, বিদেশি অস্ত্রের হদিশ। সন্দেশখালিতে ৫টি টিমে ভাগ হয়ে সিবিআইয়ের(CBI) অভিযান। ভোটের জন্য অস্ত্র মজুত, নাকি আগে থেকেই মজুত? কেন্দ্রীয় বাহিনীর (central force)জওয়ান দিয়ে বাড়ি ঘিরে সিবিআই তল্লাশি ।শাহজাহান(Shikh Shahjahan)-ঘনিষ্ঠের আত্মীয় বাড়িতে বোমা-বন্দুকের ভাণ্ডার! নির্জন দ্বীপে তালাবন্ধ, বিদ্যুৎহীন বাড়িতে এত অস্ত্র কেন? কী উদ্দেশ্যে, কারা লুকিয়ে রেখেছিল এত বোমা-বন্দুক? সন্দেশখালি থেকে উদ্ধার ৩টি বিদেশি রিভলভার । সন্দেশখালি থেকে উদ্ধার ১টি দেশি রিভলভার । সন্দেশখালি থেকে উদ্ধার ১টি পুলিশের রিভলভার। সন্দেশখালি থেকে উদ্ধার ১২০টি ৯ এমএম বুলেট। শাহজাহানের ছবি দেওয়া আইডি কার্ডেরও হদিশ । সিবিআই-এনএসজি অভিযান, .৪৫ ক্যালিবারের ৫০টি বুলেট উদ্ধার। এখনও পর্যন্ত ৫টি রিভলভার, ২টি পিস্তল, ১২৮ রাউন্ড গুলি উদ্ধার।