Sandeshkhali News: সন্দেশলখালিতে বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ শুনছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন
Continues below advertisement
সন্দেশখালিতে (Sandeshkhali) জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন (National Commission for Women) রেখা শর্মা (Rekha Sharma)। বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ শুনছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। 'সন্দেশখালিতে গিয়েও পুলিশের বাধায় নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে পারেননি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা', পুলিশের ওপর আস্থা নেই গ্রামবাসীদের, তাই কোর্টের দ্বারস্থ, দাবি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। পুলিশ অভিযুক্তদের না ধরলে মহিলাদের আস্থা ফিরবে না, দাবি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। সন্দেশখালি থেকে ফিরে ডিজি-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রেখা শর্মার। রাষ্ট্রপতি ও রাজ্যপালকে সন্দেশখালি নিয়ে রিপোর্ট দেবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।
Continues below advertisement
Tags :
SandeshKhali News SandeshKhali Incident SAndeshkhali Sandeshkhali Violence Sandeshkhali Horror Sandeshkhali News In Bengali Sheikh Shah Jahan Sandeshkhali Shahjahan Sheikh Sandeshkhali