Sheikh Shahjahan: আজও থমথমে সন্দেশখালি, জারি রয়েছে ১৪৪ ধারা, কবে ধরা পড়বে শেখ শাহজাহান?

Continues below advertisement

ABP Ananda LIVE: এখনও পর্যন্ত থমথমে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali) । এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। গতকাল আমরা জানতে পারলাম শাহজাহানের(Sheikh Shahjahan) বিরুদ্ধে তিনটি এফআইআর রুজু করেছে কিন্তু এখনও পর্যন্ত শেখ শাহজাহানের খোঁজ পায়নি পুলিশ। গ্রামবাসীরা দাবি করেছে শেখ শাহাজাহান এবং তাঁর ভাই সিরাজের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। অভিযোগ নেওয়ার জন্য একেবারে অভিযোগ গ্রহন কেন্দ্র খোলা হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনও স্থগিতাদেশ নেই। কলকাতা হাইকোর্ট একথা জানানোর পরেই, ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তৃণমূলের রাজ্য় সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, হাইকোর্ট আইনি জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে। শেখ শাহজাহানকে প্রায় ২ মাস হতে চললেও, এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ, হঠাৎ করে তাঁকেই গ্রেফতারির সময় নিয়ে কী করে ভবিষ্য়দ্বাণী করলেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক? প্রশ্ন বিরোধীদের। মনে রাখতে হবে, এই শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু এখনও তৃণমূল দলগতভাবে কোনও ব্য়বস্থা নেয়নি। এখনও সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পদে তাঁকে রেখে দিয়েছে দল

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram