Sandeshkhali: জেলমুক্তির পরই সন্দেশখালিকাণ্ডের জন্য TMC ও পুলিশকে তীব্র আক্রমণ প্রাক্তন CPM বিধায়কের
ABP Ananda LIVE: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে কি দু'মুখো নীতি নিয়ে চলছে পুলিশ? এই প্রশ্ন উঠছে কারণ, ৫৪ দিন পেরিয়ে গেলেও, এখনও শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) ধরা যায়নি। এই পরিস্থিতিতে, আজ নিরাপদ সর্দারের মামলায় হাইকোর্টে (High Court) তীব্র ভর্ৎসিত হল পুলিশ। জেলমুক্তির পরই সন্দেশখালিকাণ্ডের জন্য তৃণমূল ও পুলিশকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন সিপিএম বিধায়ক।
Tags :
Sandeshkhali ABP Ananda LIVE Sheikh Shahjahan Sandeshkhali Chaos #TMC Leader Sandeshkhali Incident Nirapada Sardar