Sandeshkhali Incident: ১৭ অ্যাকাউন্টে কোটি কোটি টাকা! ৫৫ স্থাবর সম্পত্তি! বাজেয়াপ্ত ইডির। ABP Ananda Live
শেখ শাহজাহান (Sheikh Shajahan) ও তাঁর ঘনিষ্ঠদের আরও (Sandeshkhali Case) সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)। জমি, ভেড়ি-সহ ১৪ কোটি ২৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। শেখ শাহজাহান, তাঁর ভাই আলমগিরের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত। শিবু হাজরা-সহ আরও কয়েকজন শাহজাহান ঘনিষ্ঠের সম্পত্তি বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৩ কোটি ৭৮ লক্ষ টাকা। সাড়ে ১০ কোটি মূল্যের ৫৫টি স্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করল ইডি। শেখ শাহজাহান ও তাঁর ভাই আলমগিরের ৩টি গাড়িও বাজেয়াপ্ত।
খোদ সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ। সন্ত্রস্ত সন্দেশখালিতে রাতারাতি বদলে গেল রাতপাহারার ছবিটা। ঝাঁটা, লাঠির পাশাপাশি রাত জেগে গ্রাম পাহারায় এবার মহিলারা হাতে তুলে নিয়েছেন শঙ্খ ও কাঁসর। ভাইরাল হয়েছে তার ভিডিও। বেড়মজুরের মহিলাদের একাংশের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বুধবার রাতে গ্রামে ঢুকে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। তাঁদের দাবি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই পালা করে রাত জাগছেন তাঁরা। কেউ আক্রান্ত হলেই যাতে তার সঙ্কেত সবাইকে পৌঁছে দেওয়া যায়, সেজন্যই গ্রাম পাহারায় কাঁসর, ঘণ্টা আনা হয়েছে বলে মহিলাদের দাবি। তল্লাশির নামে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। ১৩ মে থেকে বেড়মজুর গ্রামে মহিলাদের একাংশের রাতপাহারা চলছে।