Sandeshkhali Incident: দাদা কোথায় রয়েছেন জানেন না বলে ফের দাবি শেখ শাহজাহানের ভাই, শেখ আলমগিরের

ABP Ananda LIVE: দাদা কোথায় রয়েছেন জানেন না বলে ফের দাবি করেছেন শেখ শাহজাহানের (sheikhShahjahan) ভাই, শেখ আলমগির (Sheikh Alamgir)। ইডির (ED)দেওয়া সময়সীমা পার, দ্বিতীয় তলবে এখনও এলেন না শেখ শাহজাহান। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডের (Ration Scam) তদন্তে আজ সকাল সাড়ে ১০টায় সন্দেশখালির (Sandeshkhali)তৃণমূল নেতাকে তলব করে ইডি। এর আগে গত ২৯ জানুয়ারির তলবেও গরহাজির ছিলেন শেখ শাহজাহান। আগাম জামিন চেয়ে আইনজীবী মারফত দ্বারস্থ হয়েছেন আদালতের। অন্যদিকে সন্দেশখালিকাণ্ডের তদন্তে পুলিশ নয় শুধু সিবিআই চেয়ে প্রধান বিচারপতির বেঞ্চে ইডি। সন্দেশখালিতে ইডি-র উপর হামলার পর ৩৩ দিন পার। এখনও ফেরার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola