Sandeshkhali News: সন্দেশখালিতে নির্যাতন, SIT গঠনের নির্দেশ হাইকোর্টের ABP Ananda Live

ABP Ananda Live: সন্দেশখালি 'গণধর্ষণ', SIT গঠনের নির্দেশ হাইকোর্টের। তদন্তে SIT গঠনের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। লালবাজারের ACP বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে SIT। হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে SIT। SIT-তে থাকবেন বাদুড়িয়ার SDPO রাহুল মিশ্র, জানিয়েছে হাইকোর্ট। বাকি সদস্যদের নিয়োগ করতে পারবেন SIT-এর প্রধান। এক মাস অন্তর দিতে হবে তদন্তের অগ্রগতির রিপোর্ট। হাইকোর্টের নির্দেশে সম্মতি জানাল রাজ্য সরকারও। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। 

মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা, পূণ্যস্নানে গিয়ে কী অভিজ্ঞতা বাংলা সিনেমার প্রযোজকের?

 

সকাল থেকেই বদলে গিয়েছে মহাকুম্ভের ছবিটা। পূণ্যস্নান, জয়দধ্বনির বদলে শুধুই কান্না, চোখের জল আর হাহাকার। গভীর রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড পড়ে। এই ঘটনায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু বয় অন্তত ১০ জনের। শতাধিক পুণ্যার্থী গুরুতর আহত। রাত থেকে সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থলে ঢুকছে একের পর এক অ্যাম্বুল্যান্স। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ভিড় সামলাতে বাতিল কুম্ভ স্পেশাল ট্রেন। দুর্ঘটনার পর উদ্ধারে নামা আধাসেনার সঙ্গে যোগ দিয়েছে NSG কমান্ডোরা। তবে আজকের কুম্ভের পরিস্থিতিটা ঠিক কেমন? প্রয়াগরাজ থেকেই সেই খবর দিলেন প্রযোজক রানা ভট্টাচার্য্য। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola