
Sandeshkhali: জেল থেকেই 'সক্রিয়' শাহজাহান, সন্দেশখালিতে ফের হুমকি?
ABP Ananda Live: দমদম জেল থেকেই সন্দেশখালিতে ফের শেখ শাহজাহানের হুমকি? ন্যাজাট থানায় সরবে়ড়িয়ার বাসিন্দা। জমি সংক্রান্ত বিবাদে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ।
বারুইপুরে শুভেন্দুর ওপর হামলার অভিযোগ, হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর
বারুইপুরে শুভেন্দুর ওপর হামলার অভিযোগ, হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর, সোমবার শুনানির সম্ভাবনা। বারুইপুরের ঘটনার প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপি। হলদিয়ায় মিছিল করতে চেয়ে আদালতে আর্জি বিজেপির। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, আগামীকাল শুনানির সম্ভাবনা। গতকাল তৃণমূল-বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা। শুভেন্দু অধিকারীকে গো-ব্য়াক, চোর স্লোগান দেওয়া হয়। পাল্টা জয় শ্রী রাম স্লোগান বিজেপির নেতা-কর্মীদের।