Sandeshkhali News: সন্দেশখালিতে দেড় লক্ষ টাকা কাটমানি চেয়ে হুমকি? শাসক নেতার বিরুদ্ধে বড় অভিযোগ

Continues below advertisement

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে দেড় লক্ষ টাকা কাটমানি চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিধায়ক অনুগামী জেলা পরিষদ সদস্য়ের বিরুদ্ধে। দাবি মতো কাটমানি না দেওয়ায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের রাস্তার পাইলিংয়ের কাজ বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠল শাসক নেতার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। ঘটনায় প্রকাশ্যে এসেছে সন্দেশখালিতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব।                                         

ফের শিরোনামে সন্দেশখালি। এবার কাটমানি না দেওয়ায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের রাস্তার পাইলিংয়ের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের অনুগামীর বিরুদ্ধে। মত্ত অবস্থায় শ্রমিকদের ওপর আক্রমণেরও অভিযোগ উঠল শাসক নেতার বিরুদ্ধে। ভাইরাল হয়েছে অভিযুক্ত জেলা পরিষদ সদস্য়ের এলাকায় গিয়ে কাজ বন্ধ করতে হুমকি দেওয়ার ভিডিও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram