Sandeshkhali: সন্দেশখালিতে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে কাটল না জট | ABP Ananda Live

ABP Ananda Live: সন্দেশখালিতে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে কাটল না জট। দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই হল না সন্দেশখালিতে তৃণমূলের সাংগঠনিক রদবদল? বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীদের সংঘাতের চোরা স্রোত? শেখ শাহজাহান ও শিবু হাজরা জেলে, কারা হবেন তৃণমূলের ব্লক সভাপতি? মন্ত্রী সুজিত বসু, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর উপস্থিতিতেও মিলল না উত্তর। 'স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নাম পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে', ব্লক সভাপতি কে হবেন, ঠিক করবেন মুখ্যমন্ত্রী, জানালেন সুজিত বসু। 

তৃণমূলের সাংগঠনিক বৈঠকের আগে প্রশাসনিক আধিকরিকদের নিয়ে সন্দেশখালিতে বৈঠক করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন এসডিও, বিডিও, বিধায়ক, জনপ্রতিনিধি, সরকারি আধিকরিক ও আরও অনেকেই। সন্দেশখালিকাণ্ডের পর থমকে থাকা উন্নয়ন তরান্বিত করতেই বৈঠক, দাবি তৃণমূল নেতৃত্বের। একমাস পর ফের রিভিউ মিটিং হবে বলে জানিয়েছেন সুজিত বসু। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola