Sheikh Shahjahan: ইডির হাতিয়ার শাহজাহানের সংস্থা 'শেখ সাবিনা ফিশারি'র ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান
ABP Ananda LIVE: ভেড়ির আড়ালে ১১ বছরে অ্যাকাউন্টে ১৩৭ কোটি! শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)বিরুদ্ধে কোর্টে বিস্ফোরক দাবি ইডির(ED)। ভুয়ো নথি তৈরি করে কালো টাকা পাচারের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। '১১ বছরে ২টি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে ১৩৭ কোটি জমা'। শেখ সাবিনা ফিশারির মাধ্যমে বেআইনি কারবার, ব্য়াঙ্কশাল কোর্টে বিশেষ আদালতে দাবি ইডির। '১৩৭ কোটির মধ্যে ১০৪ কোটি টাকা ঢুকেছে মেসার্স ম্যাগনাম এক্সপোর্টসের মাধ্যমে'। 'মেসার্স অরূপকুমার সোম নামে আরেকটি কোম্পানি থেকে শেখ শাহজাহানের কোম্পানিতে জমা পড়েছে ৩৩ কোটি টাকা'। '২০২১-এর মার্চের পর থেকে চিংড়ি আমদানি-রফতানির কারবারের মূল নিয়ন্ত্রক ছিলেন শেখ শাহজাহান'। 'নগদ দিতেন শাহজাহান, তাঁর নির্দেশেই ভুয়ো নথি তৈরি করে অরুণ সেনগুপ্তর সংস্থার মাধ্যমে ঘুরপথে চলে যেত' ।'এই প্রস্তাবে প্রথমে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়'। '২০২১-২০২৩ পর্যন্ত প্রায় ৩০% চিংড়ি কেনাবেচা ভুয়ো নথি দেখিয়েই হয়েছে'। এমনই অভিযোগ করেছেন ব্যবসায়ী, দাবি কেন্দ্রীয় এজেন্সির।