Sandeshkhali: ভোটের মুখে এখনও সন্ত্রস্ত সন্দেশখালি, ন্যাজাটে আইনি সহায়তা কেন্দ্রে ভুরি ভুরি অভিযোগ
Continues below advertisement
ABP Ananda LIVE: ভোটের(lok sbaha election) মুখে এখনও সন্ত্রস্ত সন্দেশখালি(sandeshkhali), ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের। ন্যাজাটে (nazat)আইনি সহায়তা কেন্দ্রে ভুরি ভুরি অভিযোগ। এখনও পর্যন্ত প্রায় ৫০০ অভিযোগ জমা পড়েছে ক্যাম্পে। বিজেপি নেত্রী, আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে আইনি সহায়তা কেন্দ্র।
Continues below advertisement
Tags :
ABP Ananda LIVE TMC Leader #TMC Leader SandeshKhali Incident SAndeshkhali SheikH Shahjahan Sandeshkhali Chaos