Sandeskhali Incident:সন্দেশখালির পথে ভোজেরহাটে পুলিশ আটকালো লকেটদের। ABP Ananda Live

Continues below advertisement

Sandeskhali Incident:গতকাল সন্দেশখালি(Sandeskhali) গেছিলেন বিজেপি রাজ্য সভাপতি(BJP State Secretary) সুকান্ত মজুমদার।  শেখ শাহজাহানের(Seikh Sahjahan) গ্রেফতারের দাবিতে তিনি সন্দেশখালি থানার সামনে ধর্নায় বসেন। গ্রামে বিক্ষুব্ধদের ক্ষোভ চরমে উঠলে সন্দেশখালি থানার পুলিশ তাকে টেনে হিঁচড়ে ধর্নাস্থল থেকে তুলে পুলিশের বোটে করে সন্দেশখালির বাইরে ছেড়ে দিয়ে আসে।  এরপর এলাকায় ১৪৪ ধারা(Section 144) জারি করা হয়। আজ সন্দেশখালি যাওয়ার কথা ছিল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee) সহ মহিলা কর্মীদের।  কিন্তু ১৪৪ ধারার অজুহাতে পুলিশ তাঁদের বাসন্তী হাইওয়ের ওপর ভোজেরহাটে আটকে দেয়।  পুলিশের সঙ্গে বিজেপির মহিলা কর্মীদের তুমুল বচসা হয়। এরপর পুলিশ লকেট চট্টোপাধ্যায়কে আটক করে লালবাজারে নিয়ে আসে।ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram