Sandeskhali :ফের উত্তপ্ত সন্দেশখালি,এবার অশান্ত বেড়মজুর এলাকা,গ্রামবাসীদের বিক্ষোভ।ABP Ananda Live

Sandeskhali Incident:সন্দেশখালিকাণ্ডে(Sandeskhali) মূল অভিযুক্ত শেখ শাহজাহান(Seikh Sahjahan) এখনো অধরা।   তার দুই সহযোগী শিবু হাজরা ও উত্তম সর্দার পুলিশের হাতে গ্রেফতার  হওয়ার পরেও গ্রামবাসীদের ক্ষোভ(Villagers Protest) এখনো অব্যাহত।  এবার অভিযোগের তির শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিনের(Seikh Sirajuddin) বিরুদ্ধে।  শেখ সিরাজুদ্দিনের গ্রেফতারির দাবিতে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত।  পুলিশের ১৪৪ ধারা(Section 144) অগ্রাহ্য করে উত্তেজিত জনতা গ্রামে অভিযুক্তদের বিরুদ্ধে বিক্ষোভের পাশাপাশি অভিযুক্তদের সম্পত্তিতে অগ্নিসংযোগ করেন।ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola