RG Kar News: পরপর তিন দিন, আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: পরপর তিন দিন। আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ১৪ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সন্দীপ ঘোষ।

মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা হলে হাত মুচড়ে দেওয়ার নিদান সাংসদের, আন্দোলনকারী চিকিৎসকদের জনরোষের মুখে পড়ার সম্ভাবনার কথা সাংসদের মুখে, বিরোধীদের মদত দেওয়ার অভিযোগ তুলে হুঁশিয়ারি পুলিশদের একাংশকেও

আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। বিচারের দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে নেমেছে দেশের চিকিৎসক সংগঠনগুলিও। বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্য়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এরই মধ্যে এবার দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে দাবি, আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্য়ে আনা ও গুজব ছড়ানোর অভিযোগে তাঁদের তলব করা হয়েছে। আর জি করকাণ্ড নিয়ে সোশাল মিডিয়ায় ধারাবাহিকভাবে সরব চিকিৎসক কুণাল সরকার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram