RG Kar News: আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যু, খুনের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয়
ABP Ananda LIVE: মধ্যরাতে ফুড ডেলিভারি সংস্থায় ডিনার অর্ডার দিয়েছিলেন নিহত কর্মরত চিকিৎসক। নিহত চিকিৎসক অর্ডার দেওয়া খাবার খেয়েছিলেন সহকর্মীদের সঙ্গে। ডিনারের পর রেস্ট রুমে চলে যান ওই চিকিৎসক। রাত ৩টে পর্যন্ত বিশ্রাম নিয়েছেন চিকিৎসক. প্রমাণ মিলেছে এমনটা। সিসিটিভি-তে জনাচারেকের গতিবিধি দেখা গিয়েছিল একই ফ্লোরে। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ, একজনের কথায় অসঙ্গতি মেলে। ঘটনাস্থলে মেলে ব্লু টুথ হেডফোন। সিসিটিভি-তে দেখা যায় গলায় হেডফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়। ৩০ মিনিটের ব্যবধানে সেমিনার রুম থেকে বেরনোর সময় হেডফোন ছিল না সঞ্জয়ের কাছে, জানা যাচ্ছে পুলিশ সূত্রে।
বর্ধমান মেডিক্যালেও জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ, ব্যাহত চিকিৎসা পরিষেবা। RG কর মেডিক্যাল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি পালন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান PGT, ইন্টার্ন ও হাউস স্টাফরা। প্রতিটি মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।