Arrest: শ্রমিক সংগঠনের বিবাদ, সঞ্জয় সিংহের গ্রেফতারি ঘিরে উত্তেজনা
গ্রেফতার অর্জুন সিংহের ভাই সঞ্জয় সিংহ। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় ৫ দিন ধরে চলছে ২ শ্রমিক সংগঠনের বিবাদ। এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ও এক্সাইড শ্রমিক ইউনিয়নের দাবি, ২টি সংগঠনই তৃণমূলের। কিছুদিন আগে ২ সংগঠনের মধ্য়ে সংঘর্ষ বেধে যায়। গ্রেফতার হয় ২জনকে। ঘটনায় নাম জড়ায় অর্জুন সিংহের ভাইয়ের। এবার এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চার ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় সিংহ গ্রেফতার। গতকাল গ্রেফতারি ঘিরে উত্তেজনা তৈরি হয় জগদ্দল থানার সামনে। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে সঞ্জয় সিংহকে (Sanjay Singha)।
জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। দাবি সঞ্জয় সিংহের। পাল্টা সোমনাথ শ্যামের দাবি, এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা, বিজেপির ইউনিয়ন। মানতে নারাজ অর্জুন সিংহের ভাই সঞ্জয় সিংহ।