TMC : 'তৃণমূলের পার্টি অফিস দখল করতে যায় বামেরা, আমাদের কর্মীদের আক্রমণ করা হয়, কাশীপুরকাণ্ডে সিপিএম-কে আক্রমণ শান্তনুর
Continues below advertisement
মে দিবসে সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধারকে কেন্দ্র করে কাশীপুরে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ। বেশ কয়েকজন বাম কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। সিপিএমের দাবি, মে দিবস উপলক্ষ্যে দমদমের সেভেন ট্যাঙ্কস লেনে পার্টি অফিস পুনরুদ্ধারে যান কাশীপুর-বেলগাছিয়া এরিয়া কমিটির সদস্যরা। অভিযোগ, সেইসময় শান্তনু সেনের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। পার্টি অফিস পুনরুদ্ধারে বাধা দেয়। ঘটনাস্থলে সিঁথি থানার পুলিশ।
Continues below advertisement