Santanu Sen: লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে ভোটের হুঁশিয়ারি তৃণমূল নেতার, কী প্রতিক্রিয়া শান্তনুর ?
Continues below advertisement
লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে ভোটের হুঁশিয়ারি তৃণমূল নেতার। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে হুঁশিয়ারি বাদুড়িয়ার কাটিয়াহাট তৃণমূল ব্লক সভাপতির । ‘লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীর কথা মনে রাখতে হবে’
‘সামনে পঞ্চায়েত ভোট, দিদির কথা কিন্তু মনে রাখতেই হবে’, মহিলাদের ফরমান তৃণমূল ব্লক সভাপতি প্রকাশ সর্দারের। ‘সরকারের সুবিধে নিলে সরকারকেও দেখতে হবে। যদি অন্য দলকে সমর্থন করেন, পরিষেবাও অন্য দল থেকে নিতে হবে’, বিতর্কের মুখে ব্যাখ্যা দিতে গিয়ে আরও চড়া সুর তৃণমূল নেতার।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Baduria ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Santanu Sen ABP Ananda Bengali News