Sare 7tay Saradin : 'বিচারককে হুমকি চিঠি', কী বললেন অনুব্রত ?

Continues below advertisement

অনুব্রত-মামলায় বিচারককে হুমকি চিঠি। ‘অনুব্রতকে জামিন না দিলে ফাঁসানো হবে বিচারকের পরিবারকে’। ‘মাদক মামলায় ফাঁসানো হবে বিচারকের পরিবারকে’। ‘আসানসোলের বিশেষে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি-চিঠি’। ২০ অগাস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি। বিষয়টি জানানো হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।

তাঁর নাম করে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকির পিছনে কারা ? এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডলের অভিযোগ, "ওটা করেছে বিজেপি।" 

 

‘পাচারের টাকায় নেপালে মেডিক্যাল কলেজ লাভপুরের তৃণমূল বিধায়কের’। অভিজিত্‍ সিংহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram