Sare Sattai Saradin: আর জি করে চিকিৎসক মৃত্যুর ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন।
RG kar News: আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ৮৭ দিনের মাথায় চার্জ গঠন। ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে খুন, ধর্ষণের ধারা। ১১ নভেম্বর থেকে শুরু বিচার, রোজ চলবে শুনানি। ঘটনার কথা জানাতেই ওসিকে ফোন আর জি কররের তৎকালীন অধ্যক্ষের। দাবি সন্দীপের আইনজীবীর। ফোন করার পরও কেন FIR-এ দেরি? পাল্টা প্রশ্ন সিবিআই ও অভয়ার পরিবারের আইনজীবী। আর জি কর কাণ্ডে দুর্নীতির মামলার শুনানিতে ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব সিবিআইয়ের। ধর্ষণ-খুনের তদন্তে এগোতে না পেরে ফাঁসানোর চেষ্টা, পাল্টা দাবি বিপ্লব সিংহর আইনজীবীর। আর জি কর কাণ্ডের ৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার। দ্রুত তদন্ত চেয়ে ফের সিজিও অভিযান মহিলাদের। কাল সুপ্রিম কোর্টে শুনানি। আগামী শনিবার আর জি কর কাণ্ডের তিন মাস। আজ ফের পথে চিকিৎসকরা। সন্ধেয় অভয়া মঞ্চের ডাকে দ্রোহের আলো জ্বালো কর্মসূচি। ৯ তারিখ জনতার চার্জশিট কর্মসূচি।