Sare Sattai Saradin: মুখ্যমন্ত্রীর পর এবার পুলিশের একাংশকে নিশানা কুণালের,ব্যাগ গুছিয়ে রাখতে পরামর্শ
Kunal Ghosh: মুখ্যমন্ত্রীর পর এবার পুলিশের একাংশকে নিশানা কুণালের। ব্যাগ গুছিয়ে রাখতে পরামর্শ। ' ব্যাগ গুছিয়ে রাখুন, সুন্দরবন বা কোচবিহারে পাঠাব, সুন্দরবনের বাঘ পাহারা দিতে প্রস্তুত থাকুন', কটাক্ষ কুণালের। কসবাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলেরই একাধিক নেতা-মন্ত্রী। এই আবহে আজ মুখ্য়মন্ত্রী বললেন, 'নিচু লেভেলের কিছু অফিসার-কর্মী এবং পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি-কয়লা-সিমেন্ট চুরিতে সাহায্য করছে। বালি-পাথরের জায়গা টেন্ডার করে দাও, রাজনৈতিক দলের লোক হলে আইনত জেলে পাঠানো হোক'। দুর্নীতি বরদাস্ত না করার বার্তার পাশাপাশি আজ CID-কে ঢেলে সাজানোরও ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন তৃণূলের জাতীয় কর্মসমিতির সদস্য ও মন্ত্রী-সাংসদরা। দুই রাজ্যে ভোট পরবর্তী জাতীয় রাজনীতি নিয়ে আলোচন। 'সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের রণকৌশল ঠিক করতে বৈঠক। আলোচনা হবে ৬ বিধানসভার উপ নির্বাচনের ফল নিয়েও। দলের সাংগঠনিক রদবদল নিয়েও আলোচনার সম্ভাবনা'।