Satabdi Roy: যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাঁদের দল থেকে বার করুন : শতাব্দী রায়
Satabdi Roy Warns Party Member: দুবরাজপুরে দলের নেতা-কর্মীদের এই ভাষাতেই সতর্ক করলেন শতাব্দী রায়। বললেন, 'দলের সঙ্গে যারা গদ্দারি করেছে, তাদের দল থেকে বার করুন। মুখোশ পরে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের আশ্রয় দেবেন না।' সম্প্রতি এমনই হুঁশিয়ারি শুনতে পাওয়া গিয়েছে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর মুখেও। ভোটে জিতলেও দলের 'বিশ্বাসতক'দের হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী (TMC MP Arup Chakraborty )। 'শীর্ষ নেতৃত্বকে বলে বিশ্বাসঘাতকদের দল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল', হুঙ্কার বাঁকুড়ায় তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তীর। নিজেরই বিধানসভা তালডাংরার একাধিক পঞ্চায়েতে পিছিয়ে অরূপ। তিনি বলেন,'দুষ্টু গোরুর চেয়ে শূণ্য গোয়াল অনেক ভাল। তাই দুষ্টু কুকুর আমি আর দলে রাখতে চাই না। একই সঙ্গে দলে থাকা ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।' ABP Ananda LIVE