Saugata Roy : ' যদি আপনাদের কেউ জুতোপেটা করে, দুঃখ করবেন না ' ফের হুমকি সৌগতর মুখে

Continues below advertisement

‘গায়ের চামড়া দিয়ে জুতো তৈরি’, ‘এলাকা ছাড়া করা’র পর এবার ‘জুতো পেটা’! বিরোধীদের উদ্দেশে ফের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বাম-বিজেপি। যদিও নিজের বক্তব্যেই অনড় দমদমের তৃণমূল সাংসদ।
তিনি বলেন, ' সিপিএম, বিজেপি আর কংগ্রেসের যদি কেউ থাকেন, তাঁদের আমি হুঁশিয়ারি দিয়ে এই ডানলপের মোড়ে বলে যাচ্ছি, এখানকার ৩ বারের সাংসদ হিসেবে, যে আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে এরপর যদি আপনাদের কেউ জুতোপেটা করে, আপনারা দুঃখ করবেন না। আপত্তি করবেন না। ' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram