Mahua Moitra : এথিক্স কমিটির সুপারিশে সিলমোহর দিয়ে, লোকসভা থেকে বহিষ্কার করা হল মহুয়া মৈত্রকে
Continues below advertisement
ABP Ananda Live: এথিক্স কমিটির সুপারিশে সিলমোহর দিয়ে, লোকসভা থেকে বহিষ্কার করা হল মহুয়া মৈত্রকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ সামনে আসার এক মাসের মধ্য়েই এই সুপারিশ করে লোকসভার এথিক্স কমিটি। যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, সাড়ে সাত বছর আগে সামনে আসা, নারদকাণ্ড নিয়ে এথিক্স কমিটির এই তৎপরতা কোথায় ছিল? এত বছর পরও, নারদকাণ্ড নিয়ে এথিক্স কমিটির তদন্তে কী অগ্রগতি হয়েছে?
Continues below advertisement