Metro Security: বর্ষবরণের রাতে কলকাতা মেট্রোয় আঁটসাঁট হচ্ছে নিরাপত্তা, প্রত্যেক স্টেশনে বাড়বে নজরদারি | ABP Ananda LIVE
Continues below advertisement
বর্ষবরণের রাতে যাত্রী সুরক্ষার কথা ভেবে কলকাতা মেট্রোয় আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা। প্রতিটি স্টেশনে বাড়ানো হচ্ছে নজরদারি। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত RPF। ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন এবং দমদম, এই পাঁচটি মেট্রো স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রশিক্ষিত RPF জওয়ান মোতায়েন করার পাশাপাশি, এই স্টেশনগুলিতে থাকবেন মেট্রো রেলের একাধিক কর্মী ও আধিকারিক। মহিলা, শিশুদের জন্য পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে থাকবে মহিলা RPF। পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিমও রাখা হবে। বর্ষবরণে ভিড় বাড়ার সম্ভাবনায় প্রতিটি মেট্রো স্টেশনে পর্যাপ্ত টোকেন ও স্মার্ট কার্ডের ব্যবস্থা রাখা হচ্ছে।
Continues below advertisement